বাসা-বাড়িতে ঢুকে চাঁদা দাবি: ১০ সমন্বয়কে সেনাবাহিনীর আপ্যায়ন

বাসা-বাড়িতে ঢুকে চাঁদা দাবি: ১০ সমন্বয়কে সেনাবাহিনীর আপ্যায়ন

বাসা-বাড়িতে ঢুকে চাঁদা দাবি: ১০ সমন্বয়কে সেনাবাহিনীর আপ্যায়ন

 ঢাকা, ১১ মার্চ:

রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করার অভিযোগে ১০ জনকে আটক করেছে সেনাবাহিনী।

 অভিযোগ রয়েছে, এরা নিজেদের প্রভাবশালী ব্যক্তি বা বাহিনীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছিল।

ঘটনার বিবরণ সূত্র মতে, গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি বাসিন্দাদের কাছে চাঁদা দাবি করছিল। তারা বলতো, উন্নয়ন প্রকল্প বা নিরাপত্তার নামে এই অর্থ দিতে হবে। ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকে জানান।

 এরপর বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়। এক ভুক্তভোগী জানান, "তারা আমাদের বাসায় এসে নিজেদের ক্ষমতাশালী লোক বলে পরিচয় দেয়। বলেছিল, চাঁদা না দিলে সমস্যা হতে পারে।

আমরা ভয় পেয়ে প্রথমে কিছু টাকা দিয়েছি, কিন্তু পরে সেনাবাহিনীকে জানাই।" সেনাবাহিনীর প্রতিক্রিয়া আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সবসময় সতর্ক আছি। কেউ যদি নিজেদের সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে প্রতারণা করে, তাদের ছাড় দেওয়া হবে না।"

পরবর্তী পদক্ষেপ আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে এবং এ ধরনের চক্রের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে। সেনাবাহিনী সাধারণ জনগণকে অনুরোধ করেছে, কেউ যদি এমন চাঁদাবাজির শিকার হন, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে।

এ ঘটনায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।